দাও হে বিধি ক্ষমা করে
অতীত দিনের পাপ
সুবাস ছড়াও ভূবন জুড়ে
শীতল করে তাপ।
আজাব গজব দিয়ে যদি
ধ্বংস করো সব
তোমার প্রেমে পাগল হয়ে
কে ডাকিবে রব?
দয়া করো রহম করো
ঘোর বিপদে প্রভূ
অবাধ্য হই যতই ভবে
পানাহ্ চাই গো তবু।
ক্ষমা চাইলে ক্ষমা করো
এটাই তোমার নীতি
ধ্বংস নহে শান্তির জন্য
চাই গো তোমার প্রীতি।