শোকের তরী
            মোঃতওহিদুল ইসলাম


মিছে মায়ায় মিছে আশায়
রঙমহলে ঘুরে
বেলাশেষে শূন্য হাতে
ফিরি আপন নীড়ে।
মানব মনে স্বপ্ন এঁকে
লাভ হলোনা কিছু
অলক্ষ্মীরা এই বেলাও
ছাড়লোনা মোর পিছু।
অশ্রুজলে স্মৃতির পাতা
সবই গেলো ভেসে
কাছের মানুষ দূর থেকে
আমায় দেখে হাসে।
দুখের দিনে কেউ হলোনা
চলার পথে সাথী
কষ্ট শোকের তীব্র জ্বালায়
গাই বিরহের গীতি।