সূর্য্য যেমন ভালোবেসে সবাইকে দেয় আলো
আমায় যেন তেমন করে সবাই বাসে ভালো।
রাতকে যেমন ভালোবেসে চন্দ্র বিলায় আলো
মধুর মায়ায় তেমন করে আমায় বাসো ভালো।
সাগর মোহে নদী যেমন সদাই ছুটে চলে
কর্ম দেখে আমায় যেন নেয়গো টেনে কোলে।
ঝর্ণা যেমন স্বচ্ছ জল বিলায় দিবানিশী
মলিনমুখে আমি যেন ফোটাই খুশির হাসি।
ফুল যেমন সুবাস ছড়ায় সবার সুখের তরে
আমার কর্মে খুশি হয়ে মনটা যেন ভরে।
আমি যেদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে
গভীর মায়ায় সবাই যেন কাঁদে শোকের তরে।
এই জগতে আমায় যখন দেখবেনা কেউ আর
স্মৃতির পাতায় আমার ছবি দেখো শতবার।