সেই মুখ আজো ভাসে দু'টি চোখে মোর
কানে শুনি আজো আমি সেই কথা তোর।
কত কথা কত স্মৃতি মনে পড়ে আজ
ভুলে যাই দিবা নিশী আমি শত কাজ।
কিযে মাযা কিযে প্রেম সঁপে ছিলে তুমি
ভুলি নাই ভুলি নাই সেই স্মৃতি আমি।
প্রাণ জুড়ে খেলা করে শত আশা তোর
কেন গেলে ছেড়ে তুমি রেখে মোরে দূর?
চলে যাবে একা রেখে কভূ যদি দূরে
প্রণয়ের পথে কেন টেনে নিলে মোরে?
আজ আর ঢের বেশি নেই মোর আশা
আমি চাই তুমি গড় সুখের ঐ বাসা।
ভুল যদি করে থাকি মনে কর আমি
ক্ষমা করে দিও মোরে সুখি ভেবে তুমি।
পথে ঘাটে কভূ যদি দেখা হয়ে যায়
ক্ষতি হবে এই ভেবে ডেকোনা আমায়।
             (১৭/০৩/২১ইং)