সোহাগী মেয়ে বুশরা
            মোঃতওহিদুল ইসলাম


ফুলের মতো সুন্দর মেয়ে বুশরা তার নাম
দুষ্টামী কেউ করলে বলে একটু এবার থাম।
লেখাপড়া করতে হবে দুষ্টামী সব ছেড়ে
মানুষ হয়ে বাঁচতে হবে তামাম জাহান জুড়ে।
খেলার সময় খেলতে হবে পড়ার সময় পড়া
এই কথাটি মনে রেখো আমার মতো যারা।
জ্ঞাণ গরিমায় বড় যদি না হওয়া যায় ভবে
মানুষ হওয়ার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে।
লেখাপড়ার সময় এখন অবহেলার নয়
আলোর পথে এসো বন্ধু ভূবন করতে জয়।
নীতি বাক্য শোনে সবার খুশিতে মন ভরে
তাইতো সবাই বুশরাকে বড্ড আদর করে।