মানব মনের দাম কমিলেও
পেঁয়াইজ আলীর দাম বাড়ে
রসুন আলী হেসে বলে
এবার খবর আছে।
ডাল তেল চালওয়ালারা
মুসকি হেসে কয়
মোদের দামও বাড়বে বটে
কেন প্রাণে ভয়?
আদা বলে আমি দাদা
থাকবো কেন পিছে
আমার দামও বাড়ছে হাটে
নইতো আমি মিছে?
গাজর শশা মুলা বলে
নইতো মোরা ঝোলা
দাম বাড়াবো আমরা হাটে
শোন্ রে যুগের পোলা।
গরীর লোকের মাথা ঘুরে
বাড়লে পণ্যের দাম
ভালো খাবার পায়না খেতে
যতই ঝড়ুক ঘাম।