অন্ধকারে শোকের জলে
ভাসাই গো মোর তরী
বেলা শেষের মিলন মেলায়
নিও গো পার করি।
মিছে মায়ায় ক্ষণিক সময়
বৃথাই গেলো চলে
তাই বলে কি মন্দ ভেবে
আমায় দেবে ফেলে?
শেষ বিচারে তোমার কাছে
যাই যদি গো ফ্যাসে
ক্ষমা করে সুখে রেখো
একটু ভালোবেসে।