ভরা জ্যোৎস্নার মেলায় আজো কি খোঁজ,
সেই চিরচেনা কারো মুখ
নাকি নির্জনে একাকী বসে
লজ্জ্বার চাদরে ঢাকো
ফেলে আসা অতীতের দুখ?
সকলের চোখ ফাঁকি দিয়ে
আজো কি তুমি যাও
কারো মোহে সঙ্গোপনে
নিশীতে সেই কুঞ্জবনে,
নাকি অশরীরি কোন ছায়া মূর্তির ভয়ে
বন্দি হয়ে নীরব থাকো আপন গৃহকোণে?
তোমার সুখের নিদ্রা কি আজো ভাঙ্গে
মোহনীয় সেই অতীত বাঁশির সুরে,
নাকি অচেনা সুরে মহাপ্রলয়ের ঝড় উঠে অতৃপ্ত হৃদয় জুড়ে?
বৃষ্টিভেজা ভোর বিহানে আম কুঁড়ানোর ছলে
তুমি কি যাও,আজো সেথা হারানো কারো ধ্যানে,
নাকি নষ্ট মনের ভাঙ্গা তরী
ডুবাও শোকের জলে?