আমার বুকে জমানো যত কষ্ট আছে সখা
বুঝলে নাকো আমার ব্যথা শুধুই দিলে ধোঁকা।
মনের ভাষা বুঝলেনা মোর সুখের মোহে পড়ে
হৃদয় মোর বিরান ভূমি চোখে অশ্রু ঝরে।
হাসির ছলে আশার আলো নিভিয়ে গেলে দূরে
তিমির রাতে একলা আমি কেমনে থাকি ঘরে?
মায়ার জালে বন্দি করে মধুর স্বপন এঁকে
সকল কিছু কুড়িয়ে নিয়ে দিলেনা ঠাঁই বুকে।
সাধনা শ্রম বৃথাই গেল তোমার পিছে ঘুরে
অবুঝ মন মানেনা বুঝ শুধুই চাহে তোরে।
পাবোনা আর জগৎ জুড়ে কোথাও খুঁজে তোরে
ভাবছি বসে তোমার তরে হৃদয় কেন পোড়ে?
                   (৫/৮/২১ইং)