তুই কি হবে
    মোঃতওহিদুল ইসলাম


তুই কি আমার বন্ধু হয়ে
আঁধার রাতে পথ দেখাবে
নাকি চলার পথে কাঁটা হয়ে
নিতুই শুধু কষ্ট দিবে?
তুই কি চাঁদের আলো হয়ে
বিলিয়ে দিবে সর্বঅঙ্গে
নাকি মুখ লুকিয়ে হারিয়ে যাবে
রংধনুর ঐ রঙ্গে ঢঙ্গে?
তুই কি রাঘব বোয়াল হয়ে
খাবে মোরে আস্ত গিলে
নাকি আমায় একটু সুযোগ দিবে
সাঁতার কাটতে গভীর জলে?
তুই কি ধরায় ফুল হয়ে
সুবাস দিবে সব ছড়িয়ে
নাকি ভোমর হয়ে মধু চুমে
লুটেপুটে যাবে খেয়ে?
তুই কি চৈত্রের খরা হয়ে
মাঠের ফসল দিবে পুড়ে
নাকি বাদলা দিনের মেঘ হয়ে
বৃষ্টিতে মন দিবে ভরে?
তুই কি হবে পাষাণ মনের
বিদ্রোহী ঐ নারী
নাকি শান্তি সুখের সাথী হয়ে
চালাবে মোর তরী?