জগৎ জুড়ে আছো যারা বিজ্ঞ জ্ঞানী গুণী
অমর কাব্য তোমরা লিখো সাজাতে ধরনী।
মধুর ভাষায় ছন্দ তালে সঠিক শব্দ দিয়ে
বড় বড় লোকের কথা তুলে ধরো বইয়ে।
তেলের মাথায় তেল দিতে যুক্তি তুলে ধরে
অসৎ টাকার পন্থা খুঁজ তাল বাহানা করে।
তোমরা পারো মিথ্যা দিয়ে লিখতে ইতিহাস
দেশ জনতার হোকনা যতই সাড়ে সর্বনাশ।
হারাম খেয়ে আরাম করে ঘুমায় যারা খাটে
তাদের স্বার্ধে তোমরা লিখো পাও যদি ভাটে।
অন্ধ মোহে সত্যটাকে মিথ্যা দিয়ে ঢেকে
ধরা ছোঁয়ার বাইরে থাকো সুযোগ বুঝে ফাঁকে।
তোমার মহৎ অতি চালাক তিলকে বানাও তাল
গরিব দুখীর টাকা লুটে মিটাও মনের ঝাল।
রোদ বৃষ্টিতে ভিজে যারা শ্রম সাধনা করে
তারাই থাকে আজো দেখি নষ্ট কষ্টের ভীড়ে।
নিচু তলার মানুষ যারা সত্য পথে চলে
আমি লিখি তাদের কথা নিয়ম নীতি ভুলে।
আধমরা সব আমার লিখায় প্রাণ পাবেনা ফিরে
হারিয়ে যাবে নীতির বাণী দামী কথার ভীড়ে।
কাঁচা হাতে কাব্য রচি যাদের স্মরণ করে
মন্দ কাজ কেউ করেনা নিজের সুখের তরে।
ঝান্ডা উড়ায় সত্য পথে জীবন বাজী রেখে
ওরাই খাঁটি সরল মানুষ আমি দেখি চোখে।
কাব্যে আমি যতই লিখি গরিব দুখীর ব্যথা
পাঠ্য বইয়ে ঠাঁই পাবেনা সত্য শোকের কথা।