টাকা তুমি পশু বানাও মানুষ বানাও কম
তোমার জন্য কেঁদে কেঁদে কারো ফাঁটে দম।
সুখের তরে অন্ধ মোহে সবাই তোমায় খুঁজে
বাড়ি গাড়ি ভোগ বিলাসে নিতুই লাগে কাজে।
নীতি বাক্য ব্র্যাকেট বন্দি জগৎ জুড়ে আজ
তুমি পরাও অমানুষের মাথায় সোনার তাজ।
হিংসার আগুন জ্বালাও হেসে মন মননে রোজ
গরিব ধনী সবাই মিলে নিচ্ছে তবু খোঁজ।
জন্মে মানুষ কর্মে পশু শুধুই তোমার তরে
আলোর পথে শতেক বাঁধা চলে দিন দুপুরে।
জগৎ জুড়ে নিষ্ঠুরতার এই যে নতুন খেলা
ঘোমটা পরে প্রাণ হরণের তুমিই বসাও মেলা।
অল্প সুখে শান্তি মিলে অনেক অবোধ বুঝেনা
বেশি সুখের আশায় লোকে টাকার পিছু ছাড়েনা।
                      (৩১/১২/২০ইং)