চিত্তে আমার বিষম ব্যথা মনের মাঝে কষ্ট
জ্বলে পুড়ে জীবনটা মোর খুব যে হলো নষ্ট।
অাঁকা বাঁকা পথেই আমার নিতুই চলা ফেরা
কাঁটার আঘাত সয়ে সয়েই সময় গেলো সারা।
জীবন নদীর বাঁকে বাঁকে স্বপ্ন ছিলো যত
নোংরাজলে ভেসে গেলো ভাবনা শত শত।
কূল কিনারা পাইনা খুঁজে ব্যর্থ সকল আশা
বিষণ্নরা আমায় ডাকে গড়তে সুখের বাসা।
বেলা গেলো সন্ধ্য হলো ডাকছে মাঝি ভাই
খুঁজে দেখি সাথে নেওয়ার কোন কিছু নাই।
ভেবে দেখি বাঁচার মতো নেই কোন উপায়
শেষ ভরসা আল্লাহ আমার হলে গো সহায়।
রহিম রহমান অতি মহান বড়ই দয়াবান
শেষ নবির মায়ায় তিনি করিবেন আহসান।
                 (০৭/০৬/২১ইং)