তাঁরা চায়
             মোঃতওহিদুল ইসলাম


কত কবি কত ভাবে লিখে কত কথা
কিছু কথায় কারো কারো জেগে ওঠে ব্যথা।
কেহ লিখে নিরবধি যাতনার কথা
কেহ লিখে বিপ্লবের খাঁটি আদি মর্মব্যথা।
প্রেম প্রীতি ভালোবাসায় কেহ করে খেলা
পাষাণের ছলনায় কেহ পায় নিদারুণ হেলা।
সাম্যর বাণী লিখে খোঁজে কেহ জীবনের সুখ
প্রেম দিতে গিয়ে কারো বাড়ে শুধু দুখ।
বিবেকের পথ খোলে দিতে কেহ লিখে
কেহ আবার মন্দকে বাঁকা চোখে দেখে।
মানবের জয় গান লিখে যারা খুশি হয়
তাঁদের ঐ কিছু কথা স্মৃতি হয়ে কথা কয়।
যত কথাই কবিগণ সাধনায় লিখে যায়
সে সবের আড়ালে স্মৃতি কিছু রয়ে যায়।
ভাবনায় রঙ মেখে ছন্দের জাল বুনে
সমাজের চিত্রকে তুলে ধরে নিজের গুণে।
কারো লিখা মানহীন হয় কারো চোখে
তবু লিখে চলে কবি বিবেকের  সুখে।
সমাজের অন্যায় অসত্য যা কিছু দেখে
মনের মাধুরী মিশিয়ে কবি তা কাব্যে লিখে।
কবিমন চাহে শুধু প্রেম ভালোবাসা
টাকা কড়ির প্রতি নেই কারো বেশি আশা।
                   (০১/০৬/২১ইং)