ক্ষণিকের আসা যাওয়া
ক্ষণিকের স্মৃতি
কেহ রেখে যায় ভবে
স্নেহভরা প্রীতি।
কেহ ভাসে আজীবন
বেদনার স্রোতে
মুশকিল লেগে থাকে
তার পথে পথে।
কারো সুখ ছায়া হয়ে
রয় পাশে পাশে
ঠেলে দিলেও দূরে তারে
ফিরে এসে হাসে।
ভালো আর মন্দের
শুধু ছড়াছড়ি
কেহ বলে সুখে আছি
কেহ বলে মরি।
এ জগতে কেহ চায়
কিছু দিয়ে যেতে
লোভী চায় সকলের
সব কেড়ে খেতে।
প্রাণ খোলে হাসি মুখে
যারা দিয়ে যায়
স্মৃতি হয়ে ইতিহাসে
তারা রয়ে যায়।