হিংসা বিদ্বেষ নিন্দা ছড়ায়
জগৎ জুড়ে যারা
আজ না হয় কাল তারা
হয় গো দিশেহারা।
চলার পথে মন্দ কাজে
যেজন খোঁজে সুখ
তাদের ঘরে ছুটে আসে
হাসি মুখে দুখ।
পরের ভালো চায়না যারা
এই জীবনে কভূ
দুখ কষ্টে আর লাঞ্ছনায়
তারা হয় কাবু।
প্রেমের নেশায় সরল পথে
ছুটে চলে যারা
সুখের পাখি উড়ে এসে
দেয় তাদের ধরা।
কর্ম যাদের মহৎ ভবে
ধন্য তারা জগতে
হেসে হেসে স্মরণ করে
সবাই গভীর শ্রদ্ধাতে।
       (৭/৭/২১ং)