চেনা মুখগুলো অকালে যখন হারিয়ে যায় অচেনা দেশে
বেদনার জলে স্বজনের বুক নীবরে যায় ভেসে।
নিদ্রাহীন চাঁদের মতো শুধু চেয়ে দেখে
অসহায় মানুষ কাঁদে কষ্ট ব্যথায় শোকে।
নিস্তব্ধতায় বড় ক্লান্ত যেন এই ধরাময়
অস্থির মানব মনে আজ দেখি শুধু মৃত্যুভয়।
মৃত্যুর ঝান্ডা উড়িয়ে কে যেন ডাকছে ওপারে
যেতেই হবে কালের ডাকে সকল কিছু ছেড়ে।
কত বীর বাহাদুর কত কিছু করেছে জয়
অদৃশ্য শক্তির কাছে ধরাতে হয়েছে তার ক্ষয়।
অবুঝ মানুষ বুঝেনা কিযে সে শক্তি ধন
নিজের ভোগ বিলাসীতায় মত্ত থাকে সারাক্ষণ।
হেসে খেলে যারা জগতে বেলা করে পার
শেষ বিদায় কালে তারা দেখে অন্ধকার।
  (১৩/০৬/২০ইং,সন্ধ্যা০৬:২৫)