শূন্য আমি রিক্ত আমি
নেইতো বাড়ি ঘর
পাইনি আমি সুখের দেখা
সবাই ভাবে পর।
দয়া মায়ার বড্ড অভাব
দেখি নয়ন মেলে
ক্ষুতার্থকে দেয়নি কেহ
মুখে অন্ন তু্লে।
এই দুনিয়ায় কত মানুষ
থাকে রাজার হালে
নেয়নি কেহ মোদের খবর
দিন কিভাবে চলে?
রোদে পুড়ে জলে ভিজে
চলে সোনার তরী
কষ্টের সাথে লড়াই করে
সুখের বায়না ধরি।
পথে ঘাটে দিন রজনী
নিত্য কাটে বেলা
দেখার মানুষ নানা ছলে
শুধু করে হেলা।
দুঃখ কষ্ট প্রাণে সয়ে
সুখের স্বপন দেখি
চাইনা তবু ছাড়তে ভূবন
হইনা যতই দুখী।