কেউ কথা রাখেনী আপন স্বার্থে
নীরবে ফাঁক খোঁজে রঙ বদলায়
শ্রাবণের মেঘের মতো,তোমার মতো
কর্ম করে পাগলের মতো,বেলা অবেলায়।
বহমান নদীর মতো এগিয়ে চলে দূর্বার গতিতে
উদাসী বাউলের মতো,নবযৌবনা নারীর মতো
অতৃপ্ত বাসনার নেই কোন সীমা পরিসীমা
এক পেয়ে সুখী নয় ঠিক যেন তোমার মতো।
প্রেম আজ বন্ধ্যা নদীর মতো অচল অসার
ডোবা নালায় জমে থাকা নোংরা জলের মতো
বেহায়া মানুষের নির্লজ্জা কথার মতো
ধ্বংসের দ্বার প্রান্তে এ যুগের কৃষ্টি কালচার।
তবু আমি হাল ছাড়বোনা,লড়ে যাবো জয়ের নেশায়
বিবেকহীন মানুষকে জাগিয়ে তুলবো নতুন করে
অত্যাচার অবিচার নীরবে সব সয়ে যাবো অকাতরে
সভ্য সমাজ গড়তে এগিয়ে যাবো সুখের আশায়।
  (০৩/০৬/২০ইং,সন্ধ্যা-৭:০২)