যখন আসিবে ডাক পরপারে যেতে
সব কিছু রেখে চলে যেতে হবে খালি হাতে।
নিজ হাতে গড়া বড় ঘর বাড়ি সবই রবে পরি
সাদা কাপড় পরে দিতে হবে পাড়ি।
ক্ষণিকের মোহে কত কিছু করি আপনার সুখে
খবর নেইনি পাশের মানুষ আছে কি দুখে?
বিবেকের দুয়ার বন্ধ করে চলি অন্ধগলির পথে
আসল ভুলে বাঁকা পথে চড়তে চাই সুখের রথে।
মৃত্যু যে ছায়ার মতো সদা ঘুরে পাশে
সে কথা ভুলে যাই আপনার সুখে ভেসে।
হেলায় হেলায় কত যে বেলা নীরবে গেছে চলে
হিসেব কষে দেখি আজ জীবন গেলো বিফলে।
তবু মোর আশা স্রষ্টার কাছে রাখিবে চিরসুখে
আখেরি নবির উম্মত আমি তাই ভাসবেনা শোকে।
   (১৮/০৬/২০ইং,রাঃ১৯:১০)