বিজ্ঞান তখনি করিতে পারে ধরায় কিছু জয়
প্রতিপালকের প্রেমসুধা যখনী মানুষের উপর বর্ষিত হয়।
সৃষ্টি কৃষ্টি যতো আবিষ্কার ভবে
সফলতা আছে তাঁর এ সবে
আঁধারে যারে পথ দেখিয়েছে প্রভূ
সে ভুলেনী তাঁরে কভূ।
বিধাতার প্রেরণা গুণে যখন মানবের মনে কাটে শঙ্কা ভয়
সকল কাজে তখনি মানুষের হয় গো মহাজয়।
যুগে যুগে মানুষেরে দিয়েছে কত যে প্রমাণ
জ্ঞান সে তো বিধাতারই বড় অবদান।
বিজ্ঞান যেখানে এসে হঠাৎ থমকে যায়
গোপনে সেথায় প্রভূ করুণায় পথ দেখায়।