বাংলা মায়ের কোল জুড়ে আজ মেঘের ছায়া
তপ্ত দেহে জল ঢেলে দেয় কি যে তারি মায়া।
মাঠ ছেড়ে কৃষকেরা ফিরে আসে ঘরে
জেলে যায় বিলে ঝিলে মাছ ধরিবার
তরে।
বৃষ্টির জলে খোকা খোকী করে কত খেলা
খুশির স্রোতে ভাসে ওদের রঙিন সুখের ভেলা।
কদম ডালের কচি শাঁখে শুভ্র ফোটা ফুল
তাই দেখে মন বিরহী ভুলছে অতীত ভুল।
আষাঢ় মাসের প্রথম দিনে বাদলা
হাওয়ায় দোলে
কাব্য লিখি মনের সুখে স্মৃতির খাতা খোলে।