সৃষ্টির পর হতে পাশাপাশি থেকে
চোখে চোখে রেখেছি তোমাকে দেখে।
হেসে খেলে একসাথে কাটিয়েছি
বেলা
কোন দিন অভিমানে করিনী গো হেলা।
ধূলা-বালু গায়ে মেখে মাঠে ঘাটে চড়ে
মায়া আর মমতায় দিয়েছি ফুল ছিঁড়ে।
খুশি হয়ে দু'টি মন এক ফ্রেমে বেঁধে
স্বপ্নের কত জাল বুনেছি গো রাতে।
বৈশাখী ঝড়ে কত কুড়িয়েছি আম
এক সাথে গাছে উঠে খেয়েছি গো জাম।
জোঁনাক জ্বলা নিশীরাতে লুকোচুরি খেলা
কানে কানে হতো মোদের গোপন কথা বলা।
মোর প্রেরণায় দেখতে যখন  স্বপ্নভরা ভোর
শান্তি সুখের পায়রা উড়তো হৃদবাগানে তোর।
আশার বুকে বাসা বেঁধে কেন গেলে ছেড়ে
তোর কারণে দু'চোখ বেয়ে অশ্রু সদা ঝরে?
            (১০.০৭.২০ইং)