তোমার জন্য


সুখ কি জিনিস তা আজ বুঝিনা
অবেলায় আর বুঝতেও চাইনা।
কারো মুখে সুখের কথা শোনলে
আজ বড্ড হাসি পায়,
যাতনা ও বেদনা বাড়ে,কষ্ট হয়
তপ্ত মনে বিরহে আগুন জ্বলে।
অতীত মনে পড়ে,ভাবায়-কাঁদায়
জীবন বদলানোর সাধ জাগায়।
সুন্দর সাজানো সংসার দেখলে
অন্তর আত্মা কেঁপে ওঠে,
অকারণে হিংসা জাগে।
পাষাণ হৃদয় অস্থির হয়ে ওঠে
ধ্বংসের উন্মাদনায়,
পৃথিবীর সব কিছু লণ্ড-ভণ্ড
করে দিতে চায়,
প্রবল ঝড়ের মহাবেগে।
কলন্কের তিলক এঁকে দিতে চায়
সুন্দরী ললনার পরিপটি ললাটে,
সাদা শাড়ীর আঁচলে ঢেকে দিতে চায়
চিরশোকের অশ্রুজল অপকটে।
কিন্তু হঠাৎ থমকে দাঁড়াই!
বিবেকের মহা বাঁধায়,
কান পেতে শুনি শ্বাশত শান্তির বাণী।
শান্তনা পাই অবুঝ মনে,
পথ খোঁজে পাই চুপিসারে সঙ্গোপনে।
বিবেকের কাছে হার মানি
সুন্দর পৃথিবীর জন্য,
নিয়তির লিখন মেনে নেই
তোমার সুখের জন্য।
অতীত ভুলে হয়েছি নগণ্য
তাই আজ আমি রিক্ত-শূন্য,
আর তুমি সদা সুখে ধন্য।
দুঃখ -কষ্ট একাকী বরণ করেছি
শুধুই তোমার চির সুখের জন্য।
সুখ কি জিনিস তা আজ বুঝিনা
অবেলায় আর বুঝতেও চাইনা।
কারো মুখে সুখের কথা শোনলে
আজ বড্ড হাসি পায়,
যাতনা ও বেদনা বাড়ে,কষ্ট হয়
তপ্ত মনে বিরহে আগুন জ্বলে।
অতীত মনে পড়ে,ভাবায়-কাঁদায়
জীবন বদলানোর সাধ জাগায়।
সুন্দর সাজানো সংসার দেখলে
অন্তর আত্মা কেঁপে ওঠে,
অকারণে হিংসা জাগে।
পাষাণ হৃদয় অস্থির হয়ে ওঠে
ধ্বংসের উন্মাদনায়,
পৃথিবীর সব কিছু লণ্ড-ভণ্ড
করে দিতে চায়,
প্রবল ঝড়ের মহাবেগে।
কলন্কের তিলক এঁকে দিতে চায়
সুন্দরী ললনার পরিপটি ললাটে,
সাদা শাড়ীর আঁচলে ঢেকে দিতে চায়
চিরশোকের অশ্রুজল অপকটে।
কিন্তু হঠাৎ থমকে দাঁড়াই!
বিবেকের মহা বাঁধায়,
কান পেতে শুনি শ্বাশত শান্তির বাণী।
শান্তনা পাই অবুঝ মনে,
পথ খোঁজে পাই চুপিসারে সঙ্গোপনে।
বিবেকের কাছে হার মানি
সুন্দর পৃথিবীর জন্য,
নিয়তির লিখন মেনে নেই
তোমার সুখের জন্য।
অতীত ভুলে হয়েছি নগণ্য
তাই আজ আমি রিক্ত-শূন্য,
আর তুমি সদা সুখে ধন্য।
দুঃখ -কষ্ট একাকী বরণ করেছি
শুধুই তোমার সুখের জন্য।