কেউ থাকবেনা কারো মায়ায়
এই দুনিয়ায় চিরদিন
মায়ার বাঁধন ছিন্ন করে
সবাই যাবে একদিন।
কিছু স্মৃতি রবে আড়ালে
গোপন দহনে জ্বলবে
কিছু হবে যুগের ইতিহাস
যা আগামী ভাববে।
পলে পলে সব ঘটবে
ভাগ্যের সেই লিখনে
ঘটে যদি জীবনে অঘটন
মেনে নিও সঙ্গোপনে।
কারো দোষ দিওনা কখনো
মায়ার এই জগতে
যা কিছু রটে ও ঘটে
তাঁরই সেই খেলাতে।
যেভাবে রাখে সেভাবে থেকো
যাতে হয় খুশি
সচল রেখো বিবেক সদা
নাহি হতে দোষী।
জীবনের পথ আঁকা বাঁকা
খুব সাবধানে চলো
সরল পথের যাত্রী হয়ে
মন্দকে না বলো।
      (০৩/০৩/২১ইং)