এই জীবনে বেঁচে রবো
আমি যতো কাল
স্মরণ করবো বন্ধু তোমায়
সকাল আর বিকাল।
যে পথে তোমার ধ্যানে
নিতুই হতো চলা
নয়ন জলে সেথায় ভাসে
তোর বিরহের ভেলা।
কষ্টের মালা গলায় পরে
প্রেমের হাটে যাই
পাইনা খোঁজে সেই বাজারে
আমি যাহা চাই।
ব্যর্থ হয়ে ফিরে আসি
যখন আপন ঘরে
তোমার কথাই বড্ড বেশি
আমার মনে পড়ে।
পাষাণ মনের মানুষ যদি
আমি হতাম ভবে
অতীত ভুলে সুখ খোঁজে
আমি নিতাম কবে।