অনুভূতির ছোট্ট শহর দেখবে যদি আয়
আহাজারির শব্দ শুধু শোনবে ডানে বায়।
চিকন সরু পথের মাঝে দেখবে ময়লার স্তুপ
দুর্গন্ধের ঘ্রাণে ঘ্রাণে চোখ ফিরে হবে চুপ।
ছাযা ঢাকা শহরটা আজ অন্ধকারে ঢাকা
অসৎ পথের যাত্রীরা ঘোরায় সুখের চাকা।
সারা শহর ভূতের গলি অলক্ষ্মীদের খেলা
নিয়ন বাতির পশরাতে বসে নাকো মেলা।
বৃষ্টি হলে শহর জুড়ে পানি থৈ থৈ করে
চলতে গিয়ে খোলা ট্র্যাঙ্কির ভেতরে কেউ পরে।
টাকা বিনে সেবার ঘরে প্রবেশ করা মানা
সত্যের আলোয় পথ দেখেনা এটাই জামানা।
রোগে শোকে পায়না সেবা গরিব দুখী জন
লুটুপুটে খায় গো যারা তারাই মহাজন।
বেহায়ামন এই শহরের পথে পথে ঘুরে
নগ্ন পথের পথিকেরা মদের আসর জুড়ে।
নিয়ম নীতির নেই তোয়াক্কা বাসিন্দাদের কারো
আগুন দিযে বস্তি পুড়ে বলে জায়গা ছাড়ো।
মানব পশু সবাই সমান বিবেক বুদ্ধিহীন
ঝগড়া বিভেদ লেগেই থাকে রাত্রি নিশীদিন।
এই শহরে প্রতিবাদের নেইকো কোন ভাষা
বোবার মতো সবাই চলে ভুলে গিয়ে আশা।
ফন্দিবাজদের ধান্দা চলে শহর জুড়ে বেশ
বাজে চিন্তায় আমার কিন্তু পাকে নাকো কেশ।
কু-কর্মের নিত্য নতুন আস্তানা সব গড়ে
গুম খুন হত্যা ধর্ষণ সকল কিছু করে।
আসলে তুমি দেখতে পাবে এই শহরের চিত্র
মানুষ নামের দানব ওরা কত যে বিচিত্র।
তোমার ছোঁয়ায় এই শহরে শান্তি ফিরে এলে
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দেবো অশ্রু মুছে ফেলে।
                    (১০/০৬/২১ইং)