অভিমানের ঘুমে তুমি আর কতকাল রবে
আঁখি মেলে একটু দেখো কি  হয়েছে ভবে?
আজ এসেছে ধূলির ধরায় শরৎ হেসে হেসে
শিউলি ফুলের সুবাস নিয়ে কেউ ভুলে শোক শেষে।
শরৎ বাবু অতীত ভুলে মমতা নেয় কোলে
ফুলে ফুলে ভ্রমর অলি আনন্দে দোল খেলে।
দুঃখ ব্যথা আর যাতনা মন থেকে সব মুছে
হাসিমুখে চলে এসো আবার তুমি কাছে।
অবহেলায় পতিতপরা ঐ যে মনোভূমি
স্বপ্ন বুনে সেথা আবার করবো মোরা দামী।
প্রণয় সুখে রুদ্র দুয়ার খুলবে গো যখন
খুশির বানে ভাসবো মোরা সতেজ রেখে মন।
             (০৭.০৯.২০ইং)