আলো আঁধারে অঙ্কিত জীবনটা মোর
অচেনাই রয়ে গেলো কাঙ্খিত ভোর।
বেদনার বালুচরে বেঁধেছি আশার ঘর
জানিনা সে ঘর ভেঙ্গে কখন হবে আমার পর?
অনাদরে স্বর্ণালী সময় কত যে গেলো বয়ে
জীবন খাতায় শূন্য পেয়ে প্রাণ কাঁদে ভয়ে।
আলেয়ার পিছে দিবানিশী ঘুরে চলে গেলো বেলা
ঘাটে গিয়ে দেখি শূন্য এখন আমার সুখের ভেলা।
পূণ্য বিহীন জীবন আমার দু'চোখ ভরা জল
চেয়ে দেখি আজকে আমি অথৈই পানির ঢল।
জীবন নদীর বাঁকে বাঁকে ভুলের মালা গেঁথে
পাইনা খুঁজে সুখের দেখা কষ্ট থাকে সাথে।
দু'চোখ বেয়ে অশ্রু ঝরে বুকটা আমার ভাসে
বিষণ্নরা দূর থেকে আজ আমায় দেখে হাসে।
পাইনা খুঁজে কৃল কিনারা কেমনে দেব পাড়ি
শেষ ভরসা আল্লাহ তুমি নিও উদ্ধার করি।