একটি দিনের অপেক্ষায় হাজারো প্রহর হয়েছে গত
পঞ্চমীর চাঁদ সে মুহুর্তের কাছে লজ্জ্বায় হবে নত।
বাঁধা বিপত্তি ধূলির ধরায় নিমিষে হবে একাকার
ব্যঞ্জরার সুর থেমে যাবে বহিবে খৃশির জোয়ার।
শতভিড় উপেক্ষা করে তোমাকে নিবো শুধু খুঁজে
পরম মমতায় জীবনের তরে আমাকে নিবে বুঝে।
গোপন খাতায় লেনাদেনা হবে বাসনার কালিতে লিখা
আঁধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাবে তুমি খুশি হয়ে একা।
কথার মাঠে শব্দ চষে জীবনেে গল্প হবে নবরূপে বুনা
হাসি কান্নার অংশীদারী সকলি নিবো মেনে দু'জনা।
সেই শুভক্ষণের অপেক্ষায় আজো আছি নীরবে বসে
যেদিন তুমি মমতার আদরে টেনে নিবে কোলে হেসে।
অপেক্ষার বেলা যে কত যাতনা বিষাদের যদি তা বুঝতে
অনৃরাগ বঞ্চিত করে পারতেনা বন্ধু,কখনো দূরে রাখতে।