তুমি যদি চাও
        মোঃতওহিদুল ইসলাম


কলসী কাঁকে জল ভরিতে
একলা কোথায় যাও
মধুর মায়ায় আড়নয়নে
বারেক ফিরে চাও?
মনের ব্যথা গোপন রেখে
থাকবে কেন দূরে
এসো কাছে মনের সুখে
গান গাই মধুর সুরে।
তোমার মনের রঙমহলে
ঠাঁই যদি গো দাও
নির্ভাবনায় কাছে এসে
আমায় বলে যাও।
শান্তি সুখে রাখবো সদা
থাকলে গো মোর কাছে
তুমি ছাড়া সকল কিছু
আমার কাছে মিছে।
তোমার মনের গোপন ভাষা
বুঝে গেছি আমি
চাইলে কাছে আসতে পারি
বলো যদি তুমি।
সাথী হয়ে আমার পাশে
থাকতে যদি চাও
আমার পানে প্রেম দরিয়ায়
ভাসাও তোমার নাও।