নৈতিকতার ধস নেমেছে
মানব মনের মাঠে
যাসনে বধূঁ জল আনতে
একলা কভূ ঘাটে।
ঝোঁপের ধারে মানব পশু
উৎপেতে সব থাকে
একা চলতে দেখলে নারী
ভোগের মোহে ডাকে।
দিঘির জলে মিশে আছে
হরেক রকম কীট
নাভীর নীচে দংশাবে তোর
ক্ষত করবে পিঠ।
মান হারায়ে  জ্ঞান হারায়ে
থাকতে হবে চুপ
এই সমাজের এটাই আজি
চলতি নীতির রূপ।
সভ্য মাঠের বুকে দেখি
বিষাদ জলের ঢেউ
বিপদ এলে তোমার পাশ
আসবেনা আর কেউ।
        (৯/১২/২০ইং)