মনের জানালা খুলে দেখি
আবছা আঁধার ছায়া
ভোরের রবি হারিয়ে গেছে
ভুলে আমার মায়া।
অভিমানের সেই ঝড় তুফানে
ভাঙ্গলো কচি চারা
বেঁচে আছি এই জগতে
আমি শান্তি ছাড়া।
নীল আকাশে স্নিগ্ধ শশীর
পাইনা খুঁজে আলো
দৃষ্টি মেলে দিন রজনী
দেখি সকল কালো।
আশার মাঠ ফসল বিহীন
নেইকো ফুল ফল
তোর ছলনার খেলা দেখে
ঝরে চোখের জল।
সত্যি করে বলবে কি গো
তুমি আছো সুখে
নাকি জ্বলে পুড়ে কষ্টে আছো
আমার মতো দুখে?
       (১৫/০৭/২১ইং)