নৌকায় চড়ে তোমার সাথে কাটতো যে বিকাল
আজ এসেছে ধরার বুকে সেই বর্ষাকাল।
বিলের জলে সাঁতার কেটে কুড়িয়ে শাপলা ফুল
মান অভিমান ভুলিয়ে দিতাম ভেঙ্গে মনের ভুল।
পানকৌড়ি পাখির মতো জলে ডুবে ডুবে
শালুক তুলে তোমায় দিতাম খাও যদি তবে।
আরও কত মধুর স্মৃতি ভাসে চোখের তারায়
তুমি হয়তো ভুলে গেছো আমায় কিন্তু ভাবায়।
ঝড় বৃষ্টিতে দু'জন মিলে আম কুড়াতাম কত
আমার কাছে কোন কাজে হতে নাকো নত।
সকাল বিকাল এক সাথে খেলাধুলা করে
মনানন্দে দু'জন মোরা ফিরে যেতাম ঘরে।
আসবেনা আর ফিরে কভূ সেই সুখেরকাল
তুমি এখন ভুলে গেছো আগের বর্ষাকাল।
                 (১৫/০৬/২১ইং)