বদলে যাচ্ছে এই সমাজের
রূপ চেহারা আজ
হাসছে মানুষ কু-কর্মে তার
ভুলে শরম লাজ।
শোনেনা কেউ কারো কথা
যার যার মতে চলে
ধর্মের বাণী ন্যায় নীতি
সবাই যাচ্ছে ভুলে।
কথার সাথে কাজের মিল
পাওয়া যায়না খোঁজে
সত্য ভুলে মিথ্যার মাঝে
লেগে থাকে কাজে।
আপন স্বার্থে ব্যস্ত সবাই
লোভের বাজার চড়া
জ্ঞাণী লোকের বিবেক যেন
সব গিয়েছে মারা।
ঘুষ দুর্নীতির নীরব খেলায়
অশান্ত আজ মন
উল্টা পথে চলছে সমাজ
কি করবো এখন?