এমনই কোনো শীত সকালে
শিশিরের অগোচরে,
চুপিচুপি কিছু কথোপকথন
খুব বেশী মনে পড়ে।
শিতল হাওয়ায় মিষ্টি রোদে
মগ্নতায় বিমূঢ়,
কুয়াশা ধোয়া ভোরের আলোয়
নির্জনতা নিগূঢ়।
দূর্বা সবুজ গালিচা উঠোন
ভেজা ঘাসে পা ভিজিয়ে,
খুব গোপনে আড়ি পেতেছি
পাখিদের কলকিচিরে।
গাছের পাতায় ফিসফাস সুর
বাতাসের আলিঙ্গনে,
পায়ে তোমার নূপুরের মূর্ছনা
অবারিত প্রাঙ্গনে।
কিছুটা সময় একান্তে দুজন
আনন্দ বিভোরতায়,
কেটে গেছে ক্ষন বিমূর্ত স্পর্শে
স্বপ্নিল মুগ্ধতায়।
বলেছিলে তুমি অস্ফুট স্বরে
সময়টা যদি থেমে যেতো,
বুঝে নিয়েছিলেম অব্যাক্ত ভাষার
নিহিত অর্থ সেতো।