চাইনি দেখা হোক আর কোনোদিন,
তবু হয়ে গেলো আবার।
একদা যা সীমারেখার দুরত্বে,
ছিলো নিশ্চল নিশ্চুপ,
স্মৃতিশুন্য ভাবনার কুঠরিতে,
ক্রমশ অস্পষ্ট অস্পৃশ্য।
পরিচ্ছন্ন আকাশে,গাঢ় নীল প্রেক্ষাপটে,
একটুকরো ধুসর মেঘ হয়ে,
আবার সামনে দাড়িয়ে তুমি।
পুরোনো ডায়রির পাতায় পাতায়,
ফিকে হয়ে যাওয়া লেখা অক্ষর,
ধবধবে শুভ্রতায় হলদেটে আবরণ,
ভাজে ভাজে মলিন গোলাপের,
বিবর্ণা পাপড়ি গুলো,
যেনো চায় প্রানবন্ত সজীবতা।
ভাবিনি আনমনেও কখনো,
এভাবে দেখা হবে আবারো।
কিন্তু সময়ের আহ্বানে পরিনত,
এই হৃদয় এখন পুর্ন,প্রকৃত ভালোবাসায়,
আস্থা ও বিশ্বাসের বুনট বুননে,
সেখানে পবিত্র প্রেমের স্পন্দন,
অনাবিল সুখ আর দায়িত্ববোধ,
এবং প্রায়শ্চিত্তে রচিত সব,
মোহাচ্ছন্নতার সমাধি।
সে গল্পে কোথাও তুমি নেই
ছিলেনা কোনোদিন........।।