১. জাতির শ্রেষ্ঠ সন্তান


তোমরা যারা ভাষার তরে
জীবন করিলে দান।
তোমরা সবে জাতির ভূষণ,
বাংলার শ্রেষ্ঠ সন্তান।
শ্রদ্ধা ভরে স্মরণ করি
'অমর একুশ' মহান।


####################
২. ভাষার তরে


রাজপথে যারা দিয়ছে জীবন
বাংলা ভাষার তরে,
বুকের তাজা রক্ত ঢেলেছে
মায়ের ভাষার তরে,
তাদের তরে সহস্র সালাম,
শ্রদ্ধা ভক্তি ভরে।


###################
৩. একুশ তারিখ


ফেব্রুয়ারি একুশ তারিখ
লাল লালে লাল
খুন ছড়ালো পাক শিমার।
বুকের তাজা রক্ত ঢেলে
ভাষার তরে অকাতরে
জীবন দিলো ভাই আমার।



✍ শ্রদ্ধেয় কবি হুমায়ুন কবির - এর আহ্বান এবং অনুপ্রেরণায় এই একুশ শব্দের কবিতাগুলো লেখা। শ্রদ্ধেয় কবির প্রতি বিশেষ কৃতজ্ঞতা।