চৌদিশে শুনি খোদাদ্রোহীর নাস্তিকতার ধ্বনি,
কি সেবায় মগ্ন মোরা ভেদিয় খোদার বাণী।
নীরবে নিন্দি নাস্তিক সম্মুখে করি তাহার গুনগান,
মোরা ভদ্র অতি ভাই, কাজে নয় কথায় বলিয়ান।
লঙ্ঘিতে হবে আজ লুন্ঠিত রাতি কে আছ জোয়ান?
নাস্তিক লম্পট রক্ত খুনে করিতে অন্যায়ের অবসান।  
যাবে যদি প্রান তবু গাহি তাহার গুনগান,
তিনি শ্রষ্ঠা, তাহার সম নাই কিছু মহিয়ান।
কে দেয় গালি তাহারে কে নিন্দে তাহার বিধান?
করিতে হইবে তাহার গর্দান ছিন্ন হে বীর মুসলমান।
মানুষরূপী নাস্তিক প্রতিবাদে চালাও অভিযান,
জমাট বাঁধা বঞ্চিত বুকে যত সঞ্চিত অভিমান।
দাও ফেলে সব জরাজীর্ণতা দেখাও হিম্মৎ,
এক আল্লাহকে স্বরে বাতিলের দুয়ারে কর আঘাত।
হে মুসলীম মুজাহিদ, মুসলীম রেঁনেসা আজ,
বাতিলের প্রহসন ধ্বংস করিয়া গড়ো এ সমাজ।
বল,.....
আমি নির্ভীক মুসলীম, ইসলাম আমার যুক্তি,
আমি নাস্তিকতার চরম দ্রোহে ধরণীতে আনি মুক্তি।
মুহাম্মাদ আমার নবী, আল্লাহ আমার রব,
আল্লাহু আকবার ধ্বনিতে আজ তোলো কলরব।
বলি বজ্রকন্ঠে সবাই মুসলীম মোরা ভাই ভাই,
সবার উপরে আল্লাহ মহীয়ান তাহার উপরে কিছুই নাই।