এসো হে কামিনী মোর
যাবে কি গো মাধবী কুঞ্জ?
খোঁপায় বেঁধে দেব পারুল,
মালতি, মল্লিকা গুঞ্জ।
অভিমান করে থেকো নাগো
একটু হেসে কাছে এসো,
ছলছল টলমল চোখ মুছে
একটু হাসো, তুমি হাসো।
তোমার হাসি হেরিতে সখী
ব্যাকুল যে মোর প্রাণ,
কাছে এসো প্রিয় মোর
শুনবে কিগো রবি'র গান?
ছেয়ে যাবে সুর সেকি মধুর
চিত্ত হরণ করিবে তান,
ঐ চাঁদ মুখে ফুটবে হাসি
তুমি ভুলিবে অভিমান।
জুড়িয়ে প্রাণ উঠবে নেচে
পল্লবী শাঁখা দুলে দুলে,
পরিয়ে দেব পুষ্পমালা সখী  
ভরিয়ে তনু ফুলে ফুলে।
এসো হে মোর প্রিয়তম
খেয়াঘাটে বেঁধেছি তরণী,
বেলা বয়ে যায় ঐ গগনে
লোহিত বরণ দিনমণি।
জোছনা রাতে তরণী বেয়ে
তুলবে কি গো শতদল?
চাঁদের আলোয় উল্লসিত
জল রাশি করবে ঝলমল।
সেথা জোছনায় মুগ্ধ হয়ে
গল্প ঝুলির ভাঁজ খুলে,
হাতে হাত রেখে গল্পে গল্পে পথ
চলবো দু'জন মিলে।