হে বন্ধু,
পবিত্র রমজানের সিয়াম সাধনার পরে,
আজ খুশির বার্তা নিয়ে, ঈদ আসিলো ঘরে।


ঈদ মোবারক! ঈদ মোবারক!!
হে বন্ধু সকল,
পায়ে মোদের পড়ানো শিকল।
তাই এক চোখে আনন্দ আজ
আরেক চোখে দুঃখেরই রাজ।
তবু পবিত্র ঈদের মাহেদ্রক্ষনে,
দুঃখ ভুলে জাগি খুশির শিহরণে।
ভরে যাক আনন্দে সবার অন্তর,
উল্লাসে মেতে উঠুক মরু প্রান্তর।


*************************
হে বিদ্রোহী বীর
         - তাওহীদ তালুকদার


হে সাম্যবাদী বীর,
শত সহস্র  কুর্নিশ, শ্রদ্ধা ভরে,
তুমি আছো ভক্তের  অন্তরে।
তুমি বাঙ্গালীর গর্ব, আশিস,
তুমি সূর্য রূপে হৃদে অহর্নিশ।


হে বিদ্রোহী বীর,
তুমি বিধাতার  সৃষ্ট  বিউগল,
তুমি সত্যের আকাশে ঝলমল।
তুমি মানব স্বাধীনতা'র অগ্রদূত
তুমি বাংলা মায়ের দামাল সুত।


হে বাংলার বুলবুল,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে,
তুমি সাম্যের বাণী দিলে ছড়িয়ে।
ভিতুর অন্তরে করেছ শক্তি সঞ্চয়,
তুমি রেখে গেছো বীরের পরিচয়।


হে বাঙালি দরদি,
তুমি অমর  হয়ে রয়েছ  বাংলায়,
তুমি বিদ্রোহী, সহ্য করনি অন্যায়।
তুমি দিয়েছ বৈষম্যের ভিত্তি নাড়ি,
উঠেছো জ্বলে সর্ব সংকোচ ফাঁড়ি।


হে মহাত্মা,
তুমি ছিলে, আছো, থাকবে অন্তরে,
সাহস জুগিয়েছিলে সর্ব অথান্তরে।
খোদার কাছে প্রার্থনা করি তব তরে,
খোদা যেন তোমায় বেহেস্ত দান করে।