যদি কালো তর্জনী ,
কালো খঞ্জনি ,
কভু গর্জে ওঠে মোর মাতৃভূমে।
তবে শুধু ইউরোপ আর আমেরিকা নয়,
আমি ঘটিয়ে মহাপ্রলয়,
বজ্রাঘাতে করিব সর্ব লণ্ডভণ্ড,
মিল্কিওয়ে গ্যালাক্সি ছিঁড়িয়া করিব খণ্ডখণ্ড।


যদি কেহ সংগোপনে,
আঘাত হানে,
মোর "একাত্তর" আর "স্বাধীনতা" কে।
তবে আর্কটিক হইতে প্রশান্ত,
সর্ব গিলিয়া হইবো না আমি শান্ত।
আমি রাহু, কেতু, চন্দ্র ,সূর্য সর্ব ছাপিয়া,
রুষ্ট চিত্তে ভূলোক খা'বো গিলিয়া।


যদি কেহ আঘাত করে,
হুংকারে বা চুপটি স্বরে,
মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধু'র সম্মানে।
তবে মোর চিত্ত উঠিবে কাঁদিয়া,
আমি আকাশ, পাতাল, তলাতল ছেদিয়া,
উঠিবো জাহান্নাম, নরক ভেদিয়া,
রসাতলে তাহারে ফেলিবো পুঁতিয়া।


ঘটিবে মহা তুলকালাম
সর্ব করিব ছারখার,
সাবধান, হুঁশিয়ার!
আমি বলিয়া দিলাম,
আমি বলিয়া দিলাম।


( বিঃদ্রঃ উপরোক্ত কবিতাটি, শ্রদ্ধেয় কবি
মার্শাল ইফতেখার আহমেদ - এর
"শেখ মুজিব, একাত্তর আর স্বাধীনতাকে" কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।
তাই কবিতাটি শ্রদ্ধেয় কবিকে উৎসর্গ করলাম।)