ඉ ঈর্ষা!;
যাহারে করিল গ্রাস,
তাহারই স্বয়ং ত্রাস,
স্বীয় সম্মান হ্রাস,
               করিলে তুমি নিজে।
ඉ ইহা ;
নয় তো মঙ্গলময়,
স্বীয় আত্মারই ক্ষয়,
নাহি তা'র কভু জয়,
              ভাবিছো তুমি কিযে।


ඉ থেকে ;
যায় মনুষ্য কর্ম,
নয়তো তা'র চর্ম,
পুড়ে যায় স্বীয় মর্ম,
               হ'লে এ কঠিন ব্যাধি।        
ඉ দূরে ;
থাকিও সদা তাই,
কভু ঈর্ষা নহে ভাই,
বারবার বলে যাই,
               হিংসারে দাও সমাধি।


ඉ থাকিও ;
সদা নিবেদিত প্রাণ,
ছড়াও পুষ্প ঘ্রাণ,
হও মনুষ্য মহান,
            তবে ভূবন রাখিবে মনে।
ඉ সদা;
যাহার হিতৈষী মন,
মানুষ হ'লো সে'জন,
খ্যাতি করে অর্জন,
             অমর হয়ে রয় ভূবনে।


( বিঃদ্রঃ উপরোক্ত কবিতাটি, শ্রদ্ধেয় কবি
মার্শাল ইফতেখার আহমেদ - এর "কবির কষ্টের সহচর ত্রিবিষ" কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।
তাই কবিতাটি শ্রদ্ধেয় কবিকে উৎসর্গ করলাম।)