কত বাণ হজম করিলে, হে জননী!
তুমি কত ব্যথা বুকে বেঁধে মোর তরে,
রেখেছ আঁচলে বেঁধে, হে মোর অবনী!
দিয়েছো জীবন  স্নেহ  মমতায়  ভরে,
তোমার কোলে সব যেন সুখের খনি;
কতশত বিপদে বুকে রেখেছ ঘিরে,
সে সুখ সদা অনুভবে, ভুলি কী করে?
হে জননী! তুমি মোর নয়নের মণি।


মা গো! আজ বহুদিন দেখিনা তোমায়,
আবার কবে হবে দেখা?__তোমার মুখ;
তোমার শূন্যতা, সদা আমায় কাঁদায়,
তুমি বিনা মিলেনা কভু কোথাও সুখ;
তাই তো হৃদয়, খুঁজে বেড়ায় তোমায়,
তুমি বিনা মিটেনা গো হৃদয়ের ভুখ।