ধমকি ,ধমকি , থমকি বিধ্বংসী সব তাণ্ডব,  
    মোর রুদ্র রোষ দেখিয়া হইয়াছে ডবডব।
                 বজ্র গিয়াছে থামিয়া,
                 কাঁপে থরথর দুনিয়া।
                 ভাঙে অদ্রি _ ডরিয়া,
                 উল্লাসে উঠি মাতিয়া।            
     আমি আকাশ, পাতাল, রসাতল ছেদিয়া,
     যত উঁচুনিচু, জাতি জ্ঞাতি,__সর্ব ভেদিয়া।
                 'সত্য' করি উন্মোচন,
                 তুলি পবিত্র  কাঞ্চন।
                 মোর বক্ষে সত্য_বান,
                 হৃদে স্বয়ং স্রষ্টা মহান।
    আমি পূত সত্যেরে খুঁজিয়া পাইয়াছি ভাই,
    সত্য চির অমর অক্ষয় তাহার সম কিছু নাই ।      
                 মোর নাহি কোন ক্ষয়,
                 নাহি নাহি কোন ভয়।
                 মোর চক্ষে ধনী-দ্বীন,
                 সবাই ভেদাভেদ হীন।      
     আমি মানবের তরে মানবতা'র গান __গাই,
      আমি সাম্য শান্তি শান্ত উদার দুনিয়া চাই।
                  আমি পিশাচের যম,
                  রূঢ় করি দূর হরদম।
                  গিলে খাই অভিশাপ
                  পুঁতে ফেলি যতপাপ।        
     আমি মহা দানবকে দ্বিখণ্ডিত করি ভূ-তলে,
     খড়গ রঙিন হইয়া ওঠে রক্তখুনের কতলে।
                 আমি_নরেশ ডরিনা,
                 পরাজয় ভয় চিনিনা।
                 শোষণ আইন মানিনা,
                 নত হইতে _জানিনা।
   আমি দুনিয়ার বক্ষে জালিমের নরক জ্বালা,
   ধরি খঞ্জর ফাঁড়ি পঞ্জর ঢালি গরল পেয়ালা।
                   আমি গরল হলাহল
                 আমি অশান্ত দাবানল।                
                  শোষণ বর্শায় গাঁথিয়া,
               মহাধ্বংসে উঠি মাতিয়া।              
     আমি সত্যের দামামা, আমি ক্ষুব্ধ হাহাকার,
      মিথ্যা'র প্রাচীর ভাঙিয়া করি সব চুরমার।
                 ছল পুড়ে করি ছারখার,
                 আমি মহাহিংস্র, দুর্বার।
                 পূত সত্য মোর বাহুবল
                 কে রুধিবে মোরে বল?