চকচক;
দেখিতে যা'র রূপ
অন্তরে দিয়া ডুপ
দেখ অন্তর কূপ
                কি আছে গভীরে।
করলেই;
ঝল-মল টল-টল
নয়তো খাঁটি জল
ভেতরে ধল না খল
                খুঁজিতে হ'বে ধীরে।
সোনা ;
চকচক করে বটে
খাদ মিলায়ে নটে
এযে অহরহ ঘটে
              অতি লাভের আশায়।
হয়না;
বোধ দেখিলে তাহা
খাঁটি বা নকল যাহা
বুঝি না ভেদ কাহা
           একই রূপ দেখি সেথায়।



নট= হীন, লম্পট;
কাহা= কোথায়, কত দূর;
ধল= সাদা, শুদ্র;