দেখ সূর্য আলোকিত করে
শুধুই দিনের বেলা,
রাত্রিচরে চাঁদ করে তার,
ঈষৎ আলোর খেলা।
মোমবাতি তার ক্ষীণ আলোয়,
ঘর করে উজ্জ্বল,
কার রয়েছে অধিক আলো,
সবচেয়ে সবল?
কার রয়েছে এমন আলো,
কভু হয় না ক্ষয়?
কার আলোয় পূর্ণ জীবন,
সতত আলোকময়!
কোন আলোয় সৃষ্টি জগত,
পথের দিশা পায়?
কোন সে আলোয় অন্ধজনে,
পথ দেখালো তায়।