ණ যেমন ;
করিবে তুমি কর্ম
__মানিলে ধর্ম
মিলিবে শর্ম
              ইহার তুল্য নাই।
ණ কর্ম ;
গুণে মিলিবে ফল
বিশুদ্ধ, নির্মল
না হয় খল
            সবই হৃদয়ে ভাই।
ණ তেমন ;
করো যদি পাপ
পূণ্য হয় গাপ
কালো ছাপ
             হৃদে গাঁথিয়া যায়।
ණ ফল;
সদা মিলিবে তেমন
__কর্ম যেমন,
হইলে সুজন
             শর্ম মিলিবে তায়।



শর্ম = কল্যাণ, সুখ;
গাপ = লুপ্ত, গোপন;
খল = কপট, নীচ;
তায় = তাকে, তার ওপর;