আমার দেশের চাষা রে ভাই,
তোমার সম জগতে নাই।
পিঠ পুড়ে যায় রোদের তেজে,
তবুও  তুমি ব্যাস্ত কাজে।
করলে তুমি কৃষ্টি মহান,
হার মানায়ে রোদের দহন।
লাঙল টেনে ভূমি চিরে,
ভূলোক্ দিলে সবুজে ভরে।
বৃষ্টি ভেজা ঝড়ের দিনে,
কাটেনি তোমার কাজ বিহনে।
লড়াই করে যুদ্ধ মাঠে,
দিন কেটে যায় খেটে-খেটে।
ত্যাগ করিলে বিলাস জীবন,
তোমরা সকল জাতির ভূষণ।
তোমার ছোঁয়ায় নবীন প্রাণ,
পবন দোলায় গাইছে গান।
মরুর বুকে ফুল ফোটালে,
মাথার ঘাম পায়ে ফেলে।
তোমারা সবাই জাতির কুশল,
যাদের ছোঁয়ায় পেলাম ফসল।
যুদ্ধ মাঠের সৈনিক তুমি,
তরুণ তুমি নির্ভীক তুমি।
তুমি ধরায় মহান বীর,
তুমি বিশ্ব দ্বারের উচ্চ শির।