ඉ অতি;
নয় রে বলি সামান্য
'লোভ' পেলে প্রাধান্য
_তার ধ্বংস প্রমাণ্য
                  এতে সংশয় নেই লেশ।


ඉ লোভে;
পড়েছে  যত  জন
চিনেছে  শুধু  ধন
মরেছে  তার  মন,
                 তবু ভেবেছে সে দরবেশ।


ඉ তাঁতি;
কাপড়  বুনে  জানি
টানে  কষ্টের  ঘানি
মন  তার ফুলদানি
                 যদি সে কভু না হয় শঠ।


ඉ নষ্ট;
করেছে যারে লোভে
ক্ষান্ত  নয় যে স্তোভে
ভ্রষ্ট  হয়েছে  ক্ষোভে
               ধর্মের সাথে করেছে হঠ।



লেশ = সামান্য, খুব কম;
স্তোভ = বাধাদান, নিবারণ;
শঠ = খল, প্রতারক;
হঠ = বলপ্রয়োগ, শত্রুতা, ঝগড়া;